We Build Your Dream!

Meet with us for Next Technology, best Solution

ICT Solution Partner

Your Ultimate ICT Solution partner and service provider

A2Zonline e-Store

Now you can shopping anytime from anywhere through AjkerKenaKata.com

Online Virtual Class Room

Join with us from any corner of the world...

Join us- be a Team Member

Together we build our dream...

Jan 26, 2009

Convert Number to In words: সংখ্যাকে কথায় প্রকাশ করুন

সুপ্রিয় বন্ধুগণ,
আশা করছি সবাই মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন।
সময় স্বল্পতার কারণে অনিয়মিত হবার জন্য দু:খিত।

নিম্নে একটি Add-Ins বানিয়ে দিলাম যা দিয়ে এম.এস. এক্সেলে'র যে কোন Number কে কথায় (In words) প্রকাশ করা যাবে।
যেমন: যে কোন Cell (A1, G20, etc) এ একটি সংখ্যা টাইপ করে কিংবা কোন যোগফলের In words বের করতে চাইলে Target Cell এ লিখতে হবে: =ayanword(cell reference) অর্থাৎ =ayanword(A1) তারপর এন্টার চাপলেই Convert হয়ে যাবে।
কয়েকটি উদাহরণ:
১। সরাসরি একই সেলে আউটপুট : =ayanword(125.50)
২। সেল G20 এর আউটপুট G21 এ দেখাতে: =ayanword(G20)
৩। দুটি সূত্র/string এক করতে চাইলে A): ="In words : " & ayanword(G20)
B): =Proper(ayanword(G20))
C): =Upper(ayanword(G20)), etc.

যে কোন সময় যে কোন সাহায্যের জন্য মেইল করতে পারেন: bd.joher@gmail.com OR, 01917-707880

How to Install: 1) Download the attachment (numword.xla) 2) Copy or Cut the file named numword.xla 3) Open MS Excel: Create a new workbook > Click on Tools menu > select Add-Ins > Click on Browse menu > Paste the file (numword.xla) and Select the file > Ok > Ok.
সবাইকে আবারো ধন্যবাদ।

Jan 10, 2009

How to design a Unicode base Web Page or Site in Bangla?

কিভাবে Unicode ভিত্তিক ওয়েব পেজ তৈরী করবেন বা বাংলায় লিখবেন?
১। Go to : http://www.omicronlab.com/avro-keyboard.html

২। Click on ''Download Now!'' to download the Avro Keyboard.
(Download Avro Keyboard Standard Edition 4.5.1:)
৩। When download is completed then Install the Keyboard from your local hard disk drive. Double click on ''setup_avrokeyboard_4.5.1.exe'' to start the Installation process and follow the on screen tips to complete.
এক পর্যায়ে জানতে চাওয়া হবে আপনি কোন ধরনের লে-আউট চান, সেখানে old style এবং Unibijoy নির্বাচন করুন। আর কী-বোর্ড পরিবর্তন করার জন্য F12 বাছাই করুন। ব্যাস হয়ে গেল।
৪। এবার ইউনিকোড ভিত্তিক বাংলা Fonts দরকার হবে। ফন্টস ডাউনলোড করতে এখানে চাপুন
Font Preview > Font Description > Font Download এভাবে পেজটি সাজানো আছে।
এখান থেকে যে কোন একটি অথবা পছন্দসই সবগুলো ফন্ট ডাউনলোড করে নিন। উদাহরণ: Font Name- Siyam Rupali ইনস্টল করতে Download Font section এর নিচের দিকে ''Download Bangla Font"এ ক্লিক করুন। তারপর লোকাল ডিস্ক থেকে ফন্টটি কপি করে C:\Windows\Fonts ফোল্ডারে কপি করে দিন। এই পর্যন্ত আপনার ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা-লেখির জন্য প্রয়োজনীয় সব কাজ সমাধা হয়ে গেল।
৫। এইবার Windows Operating System এর Control Panel থেকে Regional and Language Options থেকে Languages Tab এ ক্লিক করে Supplemental language support section থেকে Install files for complex ... Check box এ টিক মার্ক দিয়ে নির্বাচন করুন। নিচের দিক দিকে Apply click করে Ok বাটনে চাপুন; এ পর্যায়ে আপনার Windows O/S Installation Disk টি চাইতে পারে। ভালো হয় একবার পিসি রি-স্টার্ট করুন।
* O/S'র CD না থাকলে Complex Script Installer (ক্লিক করুন) নামক প্রোগ্রামটি ওয়েব সাইট থেকে Download করে Install করতে হবে।


৬। এইবার লেখা-লেখির পালা; বিজয় কী-বোর্ডের মতই টাইপ করুন শুধু নজর রাখবেন যখন ইউনি বাংলায় লিখবেন তখন ক) F12 চেপে প্রথমে Avro Keyboard সচল করতে হবে খ) ফন্ট হিসেবে ডাউনলোড করা যেকোন একটি ফন্ট সিলেক্ট করতে হবে (ওয়েব পেজে বা ব্লগে লিখতে ফন্ট নির্বাচনের প্রয়োজন নেই) গ) সচরাচর নিয়মেই লিখুন, দু-একটি পরিবর্তন ছাড়া আর সবই এক। সমস্যাগুলো নোট করুন এবং যে কোন সমস্যা ও আরো জানতে যে কোন সময় মেইল করুন, ধন্যবাদ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More